ক্যাসপারের জংলী বাবা । বাংলাদেশের ভ্রমণ জগতের এক ছোট্ট ট্রেকার ক্যাসপার আর ক্যাসপারের জংলী বাবার গল্প বলব আজ।
চার বছরের ছোট্ট ক্যাসপার প্রাণ চাঞ্চল্যে ভরপুর। এই টুকু বয়সেই সে তার বনে-বাদারে, পাহাড়ে ঘুরে বেড়ানো জংলী বাবাটার সাথে চষে বেরিয়েছে দেশ, হাইকিং করেছে, ক্যাম্পিং করেছে। বয়সে ছোট হলে হবে কি অদম্য তার প্রাণশক্তি। ক্যাম্পিং এ গেলে তাকে কোলে নেওয়ার চেষ্টা করলে সে বলত ” আমি কি এখানে কোলে ওঠার জন্যে এসেছি!!!”। বাবা তাকে খুব আদর করে “ভূত” নামে ডাকত। মিষ্টি ভূতটা পাহাড়ে যাবার জন্য বাবার ব্যাকপ্যাক গুছিয়ে দিতো, কচি আঙ্গুলে বাবার ট্রেকিং স্টিক বাড়িয়ে দিয়ে পেটের উপরে দুহাত বেঁধে কচি গলায় আবদার করতো বাবার সাথে পাহাড়ে যাওয়ার।
ক্যাসপার ছোট বেলা থেকেই জেনে এসেছে “সত্য” মানে “বাংলাদেশ”। বাবাকে সে খুব আবদার নিয়ে বলত “বাবা, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবানা…. তুমি আমার সাথে সবসময় বাংলাদেশি কথা বলবা… ঠিক আছে”। তার জংলী বাবাটা তাকে নিয়ে স্বপ্ন দেখত আকাশ ছোঁওয়ার। স্বপ্ন দেখত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যাসপার জয় করবে এভারেস্টের চূড়া।
কিন্তু ছোট্ট ক্যাসপার এভারেস্টের চূড়া নয়, তারচেয়েও অনেক উঁচুতে তারাদের দেশে চলে গেল এক দিন। ক্যাসপারের বাবা, যার কাছে পাহাড়, নদী, শহর, গ্রাম থেকে যাপিত জীবন পর্যন্ত যেকোন খানেই উদয়াস্ত পথ খুঁজতে থাকার চেয়ে আনন্দের আর কিছু নেই, সে হারিয়ে ফেলল পথ। তার উন্মাদ, ছন্নছাড়া, ভবঘুরে বাবাটার যা কিছু ছিলো তার সবটাই ছিলো তাকে ঘিরেই। ক্যাসপার নেই তাই, তার সাথে পাহাড়ে যাওয়ার প্লান নেই, ক্যাম্পিং-ক্যাম্পিং খেলা নেই। বাবার পিঠ, হাত আর বাসার সোফাগুলোকে এভারেস্ট বানিয়ে ক্লাইম্বিং নেই। স্যান্ডউইচ, লাচ্ছি, জ্যুস, কোক, কিটক্যাট, ওরিও খাওয়ার বায়না নেই। তারা দেখার ছলে ছাদে কিংবা বারান্দায় দাঁড়ানো নেই। ল্যাপটপে নতুন কোন মুভি আছে কিনা জিজ্ঞেস করা নেই। এত এত না থাকার ভীড়ে কত ভয়ংকর একা একটা জীবনের বোঝা কাঁধে নিয়ে সারাক্ষণ জংলী বাবাটা পথ হেঁটে বেড়ায় একবার যদি ছোট্ট ভূতটা তা বুঝত।
ক্যাসপার তার নিজের ছোট্ট টেন্টে। ছবিঃ কালপুরুষ অপূ
ক্যাসপারের ট্রেকিং জীবনের শুরুতে… বাবার পায়ে পায়ে পথ চলা। ছবিঃ সংগৃহীত
ব্যাগ গুছিয়ে বাবার সাথে চলছে ক্যাসপার অজানা গন্তব্যে। ছবিঃ ইমরান বিন-মাজহার
বাবার সাথে বিছনাকানদিতে ক্যাসপার। ছবিঃ সংগৃহীত
বাবার কাছ থেকে ট্রেনিং চলছে “যেখানে রাত সেখানে কাত” এর। ছবিঃ সংগৃহীত
বাবার সাথে চলছে ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস আলোচনা। ছবিঃ ইমরান বিন-মাজহার
বাবার মত দারুণ ছবি তুলতে চায় ক্যাসপারও। ছবিঃ সংগৃহিত
বাবার সাথে যত খেলা। ছবিঃ দিদার আলম
ক্যাসপারের রক্তে বইছে পাহাড়ে চড়ার নেশা- ছোট্ট ক্যাসপার সেটাই প্রমাণ করছে। ছবিঃ কালপুরুষ অপূ
ক্যাসপারকে কাঁধে নিয়ে পৃথিবী চষে বেড়ানো স্বপ্নটার বয়স ছয় বছর হয়ে গেছে ক্যাসপারের বাবার। ক্যাসপারের জংলী, পাগল- ছাগল, উন্মাদ বাবাটা এখনও মরে না গিয়ে, আগের চেয়েও বেশী উন্মাদ জীবন যাপনের জগতে ঘুরে ফেরে ক্যাসপার ছাড়াই। বাবাটা ভালো নাই রে!! একটুও ভালো নাই !! বাবার পাহাড় থেকে পড়ে যাওয়ার ভয়ে যে রোপ ক্যাসপার শক্ত করে বেঁধে রাখতে বলত সারাক্ষণ, আজকাল সেই ক্লাইম্বিং রোপগুলোর দিকে তাকালে তার বাবার মনে হয় ক্যাসপার ছাড়া পৃথিবীটা ছেড়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হয়ত ঐ নির্জীব দড়িটাই জানে!!
আই. সি. ইউ র বেডে নিষ্ঠুরের মত ঘুমিয়ে থাকা ক্যাসপারের কথা ভাবলে বাবাটা থমকে যায়। প্রচন্ড আতঙ্ক আর ভয় মেশানো একটা ঝড়ের তান্ডব তার একরোখা, উন্মাদ, পাগল বাবাটাকে ছিন্নভিন্ন করতে থাকে প্রতিনিয়ত। বাবার উপর তোর এত এত অভিমান একবারও বলিসনি তো!! তুই কি বুঝতেই পারিসনি, তুই ছাড়া পৃথিবীটা অর্থহীন বাবার কাছে!! একবারও কি ভাবিসনি, তোকে আঁকড়েই বাঁচতে চেয়েছে বাবাটা সবসময়!! নাকি অভিমানগুলোকে সাথে করে জন্মেছিলিস বলেই তোর চলে যাওয়া!!!
তোকে ছাড়া তোর বাবাটা একটুও ভালো নেই রে!!
Follow us on
Subscribe and stay up to date.

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

:-(
#ক্যাসপার
❤️❤️❤️
ক্যাসপার নাই কিন্তু রেখে গেছে হাজার হাজার ক্যাসপার অন্য নামে। তাদের নিয়েই চলতে হবে স্বপ্ন পুরনের পথে।
অনেক ভালোবাসা দাদা… :)