তাবু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত ?
তাবু কেনার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত এটা নিঃসন্দেহে একটা সার্বজনীন প্রশ্ন। আমাকে প্রায়শ বিভিন্ন জনের কাছে এই প্রশ্নটা যেমন শুনতে হয় তেমনি আমাদের অনলাইন স্টোরে থাকা কোন তাবু বিক্রি করার সময়ও নিয়মিত নানান উদ্ভট প্রশ্ন আর মন্তব্যের সম্মুখীনও হতে হয়। কেউ কেউ হয়ত বলছে তাবুটা ভীষণ ছোট ভেতরে দাঁড়ানো যায়না, কেউ আবার বলছে ওজন অনেক বেশী, কারো আবার সব ঠিক আছে কিন্তু দামটা এতো বেশী কেন, [...]
Get Social