আউটডোর হ্যাকস্ -এর এই প্রবন্ধে আমাদের আলোচ্য বিষয় Anatomy of a Tent (তাবুর শরীরের নাড়ি-নক্ষত্র) । আমরা প্রায় অনেকেই নিয়মিত নানান জায়গায় ক্যাম্পিংয়ে যাই কিংবা যেকোন ট্রেকিং বা অভিযানের স্বার্থে বিভিন্ন জায়গায় ক্যাম্প করি। ক্যাম্পিংয়ে যাওয়া বা ক্যাম্প করায় কোন সমস্যা নেই, সমস্যাটা বাঁধে তখনই যখন টেন্ট পিচ বা তাবু খাটানোর সময় একজন অন্যজনকে তাবুর বিভিন্ন অংশের নাম বলে বোঝাতে পারেনা। ধরুন কেউ একজনকে আপনি বললেন, “দোস্ত, পেগস (Pegs) গুলো বের করে দে তো!!” সে হয়ত বের করে দিলো টেন্টের পোলগুলো কিংবা হা করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে পেগস কি!! কাউকে হয়ত বললেন, “অপূ-র টেন্টের গাইলাইন (Guy line) গুলো আরেকটু টানটান করে দে!” সে হয়ত কিছুই না বুঝে রেইনফ্লাই-টা ধরেই নাড়াচাড়া শুরু করে দিলো!

এমন উদ্ভট ঝামেলায় আপনি বা আপনার পড়েছেন কিনা জানিনা তবে, আমি অসংখ্যবার এমন পরিস্থিতিতে কাউকে কিছু বলে বোঝাতে না পেরে নিজেই উঠে গিয়ে যা প্রয়োজন তা বের করেছি বা ঠিকঠাক করেছি। এক্ষেত্রে কাউকে আলাদা করে দোষ দেয়ার কিছু নেই। এমন হাজারো বিড়ম্বনায় পড়ার কারণ একটাই, আর তা হল আমাদের এইসব খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে উদাসীনতা।

যাই হোক, আসুন আর কথা না বাড়িয়ে, এক পলকে জেনে নেই তাবুর বিভিন্ন অংশের নামগুলো আর এর ব্যবহার সম্পর্কে।

Anatomy of a Tent (তাবুর শরীরের নাড়ি-নক্ষত্র):

Anatomy of a Tent

  • Rainfly: বৃষ্টি, তুষার পাত কিংবা অন্যান্য কারণে তাবুর ভেতরে যাতে ভিজে না যায় তার জন্যেই প্রায় সব তাবুর সাথে এই Rainfly বা জলরোধক কাপড় দেয়া হয়।
  • Inner Tent: উপরে Rainfly থাকলেও তার ভেতরের অংশটাই মূলত তাবুর মূল অংশ বা কাঠামো। যদিও কিছু কিছু টেন্ট বিশেষত গ্রীষ্মকালীন সময়ে ব্যবহার উপযোগী তাবুগুলোতে Rainfly এবং Inner Tent একইসাথে জুড়ে দেয়া থাকে।
  • Ceiling Pocket: তাবুর ভেতরের উপরের দিকে কোন কিছু রাখতে চাইলে এই পকেট ব্যবহৃত হয়। প্রয়োজনে এটিকে খুলেও রাখা যায়।
  • Guy line or Guy Rope: তাবুকে বাতাসের তোড়ে এলোমেলো হয়ে যাওয়া থেকে বাঁচাতে পেগস বা অন্যকিছুর সাথে টানটান করে বেঁধে রাখতে Guy line বা চিকন দড়ি ব্যবহৃত হয়।
  • Tent Pegs: মাটির সাথে Guy line –এর সাহায্যে তাবুকে বেঁধে রাখার জন্য ব্যবহৃত খুঁটি বিশেষ।
  • Tent Pole: তাবুকে তার নির্দিষ্ট আয়তন এবং অবয়ব নিয়ে দাঁড় করানোর জন্য ব্যবহৃত কাঠামো। বিভিন্ন দৈর্ঘ্য এবং বিভিন্ন ডায়ামিটারের হলেও প্রকারভেদে এই Tent Pole সাধারণত দুধরণের: ১. Aluminum Tent Pole ২. Fiber Glass Tent Pole.
  • Storage Sack বা Tent Pack: তাবু বহন করা এবং গুছিয়ে রাখার জন্য ব্যাবহৃত প্যাক।

Anatomy of a Tent

  • Rainfly Chord: তাবুর পোলের সাথে Rainfly বেঁধে রাখার ছোট কর্ড বা ফিতা।
  • Zipper: তাবুর দরজা, ভেন্টিলেশন উইন্ডো ইত্যাদি আটকানোর জন্য Zipper ব্যাবহার করা হয়। অনেকেই আমরা Zipper –কে চেইন নামে অভিহিত করতে সহজবোধ করি।
  • Ventilation Window: বদ্ধ অবস্থায় তাবুর ভেতর বাতাস চলাচলের ছোট জানালা।
  • Tent Corner: তাবুর একেবারে কোণার অংশে Tent Pole আটকানোর জায়গাটাই Tent Corner.
  • Adjuster: তাবুর বিভিন্ন পাশের Guy line গুলোর দৈর্ঘ্য কম-বেশী করতে এই Adjusterগুলো ব্যাবহার করা হয়। সাধারণত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম দিয়ে এসব Adjuster তৈরি করা হয়।
  • Anchoring Cloth: তাবুর গায়ে Guy line গুলোকে আটাকানোর জন্য ব্যাবহৃত কাপড়ের লুপ।

Anatomy of a Tent

  • Toggle: তাবুর দরজা, জানালা ইত্যাদি গুটিয়ে বেঁধে রাখার জন্য ব্যাবহৃত ছোট লুপ বিশেষ।
  • Snow Skirt: তুষারপাতের সময় বাইরে জমতে থাকা তুষারের হাত থেকে Inner Tent কে সুরক্ষিত রাখার জন্য Snow Skirt-এর প্রয়োজনীয়তা অপরিসীম।
  • Velcro: খুব দ্রুততার সাথে তাবুর দরজা বা জানালা এমনকি তাবুর বিভিন্ন অংশ Pole-এর সাথে আটকে রাখার জন্য Velcro ব্যাবহার করা হয়।
  • Ceiling Hook: তাবুর ছাদের ভেতর দিকটায় টর্চ, ক্যাম্প-ল্যাম্প বা যেকোন কিছু ঝুলিয়ে রাখতে Ceiling Hook প্রয়োজন।
  • Storage Pocket: তাবুর ভেতরে সবসময় প্রয়োজন এমন জিনিসপত্র হাতের কাছে রাখার জন্য ব্যাবহৃত পকেট।

উপরের প্রায় সবগুলো বর্ণনা তার সাথে যুক্ত ছবি এবং আপনার নিজস্ব টেন্টের সাথে মিলিয়ে দেখে নিন অতঃপর নিচের ছবিটি দেখুন। নিচের ছবিতে ভিন্ন ধরনের একটি টেন্টের সবগুলো অংশের নাম দেয়া হয়েছে। সেগুলোর সাথেও আপনার টেন্টের বিভিন্ন অংশ মিলিয়ে দেখুন।

Anatomy of a Tent

তাবুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নাম বা Anatomy of a Tent জানতে জানতে এতক্ষণে আপনার টেন্ট পিচ করা হয়ে গেছে নিশ্চয়ই। এবার চটজলদি কিছু ব্যাপারে মনোযোগ দিন:

  • আপনার তাবুর নীচে প্লাস্টিক শীট বিছানো হয়েছে কিনা।
  • তাবুর দরজা-জানালার Zipper গুলো লাগানো হয়েছে কিনা। অন্যথায় সারারাত পোকার কামড় খেতে হতে পারে।
  • সবগুলো Guy line এবং Pegs তাবু এবং মাটির সাথে 45 ডিগ্রী কোণে আটকানো হয়েছে কিনা।
  • সবশেষে সবাইকে সতর্ক করে দিন যেন কেউ তাবুর Guy line গুলো থেকে নিরাপদ দুরত্বে থাকে। কারণ Guy line-এ পা আটকে পড়ে যাওয়া কোন কোন সময় মারাত্মক দুর্ঘটনা বয়ে আনতে পারে।

Follow us on

Subscribe and stay up to date.

BUY YOUR
HAMMOCK
NOW

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

কুতুবদিয়া দ্বীপকুতুবদিয়া দ্বীপ - The Daughter of Sea
শেল্টারতাবু ছাড়াই তৈরি করুন শেল্টার

About the Author: Kaalpurush Apu

তথ্যপ্রযুক্তির কর্পোরেট মোড়কটা একপাশে ছুড়ে ফেলে ভবঘুরে জীবন-যাপনে অভ্যস্ত কালপুরুষ অপূ ভালোবাসেন প্রকৃতি আর তার মাঝে লুকিয়ে থাকা হাজারো রূপ রহস্য। নীলচে সবুজ বন, ছলছল বইতে থাকা নদী, দাম্ভিক পাহাড়, তুষার ঢাকা শিখর, রুক্ষ পাথুরে দেয়াল ছুঁয়ে অবিরত পথ খুঁজে ফেরা কালপুরুষ অপূ স্বপ্ন দেখেন এমন এক পৃথিবীর, যেখানে পাখিরা দিশা হারায় না, যেখানে সারাটা সময় সবুজের ভীরে লুটোপুটিতে ব্যস্ত সোনালী রোদ্দুর, যেখানে জোনাকির আলোয় আলোকিত হয় আদিম অন্ধকার, যেখানে মানুষরূপী পিশাচের নগ্নতার শিকার হয়না অবাক নীল এই পৃথিবীর কোন কিছুই!

Sharing does not make you less important!

কুতুবদিয়া দ্বীপকুতুবদিয়া দ্বীপ - The Daughter of Sea
শেল্টারতাবু ছাড়াই তৈরি করুন শেল্টার

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

কুতুবদিয়া দ্বীপকুতুবদিয়া দ্বীপ - The Daughter of Sea
শেল্টারতাবু ছাড়াই তৈরি করুন শেল্টার

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

|Discussion

Leave A Comment

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!