livingwithforest

আমাদের কথা:

প্রকৃতির সন্তান আমরা। প্রকৃতির মাঝেই আমাদের বেড়ে ওঠা, বিচরণ আবার প্রকৃতির মাঝেই আমরা বিলিন হয়ে যাই একসময়। সামগ্রিক প্রকৃতির মাঝে বন এক অন্যতম অনুষঙ্গ। হরেক রকম প্রাণীর বাসস্থান হিসেবে যেমন বনাঞ্চলের প্রয়োজনীয়তা রয়েছে তেমনি মাটি সংরক্ষণ, মাটির গভীরে জল ধরে রাখা এবং পৃথিবীর বায়ুমন্ডলকে আমাদের বাসযোগ্য করে রাখার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ থেকে শুরু করে পৃথিবীর জীবমন্ডলের জন্য গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত কিছুর জন্যই আমাদের নির্ভর করতে হয়ে এই সবুজের চাদরে জড়ানো বনের উপর।

কিন্তু আমরা কি করছি তার বিনিময়ে????!!!!! বুঝে বা না বুঝে ধ্বংস করছি করে চলেছি পৃথিবী জুড়ে বিছিয়ে থাকা সবুজ বন, হত্যা করছি প্রকৃতি তথা প্রিয় পৃথিবীকে। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে যেখানে পৃথিবীর প্রায় ষাট শতাংশ অংশ ছিলো অরণ্যাবৃত সেখানে আজ পুরো পৃথিবীর মাত্র ত্রিশ শতাংশ জুড়ে কোনভাবে টিকে আছে এই সবুজের বেষ্ঠনী। প্রচন্ড ভয়ংকর এক হেয়ালীতে মেতে আমরা বুঝতেও পারছিনা কি ক্ষতি করে চলছি আমরা নিজেরাই নিজেদের!!! প্রবল উদাসীনতায় আমরা জানতেও পারছিনা, কোন ধ্বংসের অভিমুখে আমরা পথ চলেছি!!!

নিজেদের গায়ে সভ্য মানুষের তকমা লাগানো, নিজেদেরকে প্রকৃতির সন্তান হিসেবে দাবী করা আমরা আজ ভুলতে বসেছি – এই বন, এই সবুজ গাছের অবারিত সারি, এ সবুজের বিশালত্ব মানুষের জীবনকে দীর্ঘায়িত করেছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তুলে। আমাদের এই ধ্বংসাত্মক কার্যকলাপের মাঝেও ধুকে ধুকে বেঁচে থাকা এই একটুখানি সবুজের আচ্ছাদন পৃথিবীকে তার আপন রসে, আপন প্রচেষ্টায় উজ্জীবিত ও অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। অথচ, প্রচন্ড অকৃতজ্ঞ আমাদের সে খেয়াল নেই! সবুজে ঢাকা পৃথিবী আজ আমাদের কারণেই বিপন্ন প্রায়!!!

পৃথিবী একটাই আর এই একটা পৃথিবী ঘিরে স্বপ্ন বুনে চলেছে পৃথিবীর সাতশ কোটিরও বেশী মানুষ। সেই স্বপ্নগুলো সত্যি হওয়ার জন্য হলেও আমাদের রক্ষা করতে হবে প্রকৃতি তথা বন। যে প্রকৃতি জীবন দেয়, রক্ষা করে আমাদের, সেই প্রকৃতি রক্ষার অঙ্গীকারে আমাদের এই অগ্রযাত্রা।

EXPLORE WITH US

JUMP TO CATEGORY

ADVENTURE

Click To EXPLORE

ADVENTURE

PLANING

Click To EXPLORE

PLAN UR TRIP

মেয়েদের একলা ভ্রমণ

NATURE

Click To EXPLORE

ENVIRONMENT

ইচ্ছেস্বাধীন মেঘেদের লুটোপুটি

GPS TRAILS

Click To EXPLORE

GPS TRAILS

Keokradong, Boga Lake GPS Trail

WILDLIFE

Click To EXPLORE

WILDLIFE