এভারেস্ট ডে আর একজন দেবু দা
এভারেস্ট ডে আজ। পাহাড় নাকি মানুষের মন কে বড় করে। আর তাই এই ছোট মনটা নিয়ে পাহাড়ের কাছে বার বার ছুটে যাই। জানিনা কতটা বড় হয়েছে মন, কতটুকু ধারণ করতে পেরেছি পাহাড়কে। নিজের ব্যাপারে স্পষ্ট না জানলে আমি একজনকে জানি যার পাহাড়ের সাথেই নিত্য সখ্যতা, যার মনটাও বিরাট বিশাল পাহাড়ের মতই। সেই মানুষটার গল্পই বলব আজ। দেবু দা, পুরো নাম দেবব্রত মুখার্জি। ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্টে একজন এভেরেস্টার থাকবে এই শখেই [...]
Get Social