বাঞ্জি জাম্পিং !!! অনেকের কাছে এটা স্বপ্নের মত, আবার অনেকের কাছেই তা আতংকের নাম। অনেক উঁচু থেকে লাফ দিতে হয় বলে এটা বেশ ভীতিকর। যথেষ্ট পরিমাণ সাহসী না হলে বাঞ্জি জাম্পিং এর পরিকল্পনা করা উচিত নয়। অনেকদিন ধরেই বাঞ্জি জাম্প দেওয়ার ইচ্ছেটা কুরে কুরে খাচ্ছিল আমাকে। তাই ট্রেক করতে যখন নেপাল পৌঁছালাম, স্বাদ নিলাম বাঞ্জি জাম্পের। খুবই আগ্রহী আর উৎসাহি থাকা সত্ত্বেও লাফ দেওয়ার জায়গাটাতে যখন দাঁড়ালাম একটু থমকে গেলাম। বেশ ভয় লাগছিল কিন্তু কিছু বোঝার আগেই টের পেলাম শুন্যে ভাসছি। কী যে দারুণ সেই মুহূর্ত, আর কি দারুণ অনুভূতি!!! মনে হচ্ছিল যেন পাখি হয়ে ডানা মেলেছি আকাশে। কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু অদ্ভুত এক আনন্দের মধ্যে কেটেছে প্রতিটা মুহূর্ত। এরপর দেড় থেকে দুই মিনিট ঘড়ির পেন্ডুলামের মতো ঝুললাম এ মাথা থেকে ও মাথা। প্রতিটা সেকেন্ড অসম্ভব উপভোগ করেছি।

নেপালে দুই জায়গায় বাঞ্জি জাম্পিং করা যায়, দ্যা লাস্ট রিসোর্টে আর হাই গ্রাউন্ড এডভেঞ্চারে। আমি দুই জায়গাতেই যাই বাঞ্জি জাম্পিং এর জন্য। সে আলোকে কিছু তথ্য:

High Ground Adventure ( পোখরা): যারা পোখরা যান তারা খুব সহজেই যেকোন ট্রাভেল এজেন্সি থেকে বাঞ্জি জাম্পিং এর জন্য এদের কাছে যেতে পারেন। পোখরার কেন্দ্রে এদের অফিস আছে। খরচ পড়বে নেপালি ৬৮০০ রুপি। ভিডিও, ছবির জন্য আলাদা ২০০০ রুপি। বুকিং দিলে ওদের টাইম মোতাবেক অফিস থেকে আপনাকে ওদের রাইড পিক করে নেবে। বাঞ্জি গ্রাউন্ডে যেতে সময় লাগবে ২০ মিনিটের মত। এটা কিন্তু নেপালের একমাত্র টাওয়ার বাঞ্জি। উচ্চতা প্রায় ৭০ মিটার বা ২২ তলা। লাফ দেওয়ার আগে একটা প্রাথমিক ক্লাস হবে যা আপনাকে আপনার জাম্প দেওয়ার আগে মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। টাওয়ারের প্রান্তে দাঁড়িয়ে শুধু লাফ দিবেন। সময় লাগবে ৩ সেকেন্ড। তারপর বাকিটা ইতিহাস হয়ে থাকবে।

The Last Resort (তিব্বত এর কাছে): যারা পোখরা যাবেন না তাদের জন্য থামেল থেকে সবচেয়ে কাছে, যদিও পুরো একদিন আলাদা করে রাখতে হবে বাঞ্জির জন্য। থামেলে এদের নিজস্ব অফিস রয়েছে। সার্কভুক্ত দেশের জন্য নেপালি ৮২০০ রুপি সাথে আলাদা ২০০০ রুপি ভিডিও এবং ছবির জন্য নিবে। বুকিং দিলে তারিখ হিসাবে আপনাকে ভোর ৬ টায় ওদের রাইড এসে নিয়ে যাবে। যেতে লাগবে প্রায় ৩ ঘন্টা। তবে রাস্তার সৌন্দর্যের জন্য বিরক্ত হবেন না বলতে পারি। মাঝে নাস্তার জন্য বিরতি পাবেন যা নিজ খরচে করে নিতে হবে। রিসোর্টে যাওয়ার পর প্রথমেই পড়বে সেই ঝুলন্ত ব্রিজ যা থেকে আপনি লাফ দিবেন। বোটেখুসি নদীর উপর প্রায় ১৬০ মিটার বা ৫০ তলা উচ্চতা থেকে লাফ। সময় লাগবে ৪ সেকেন্ড থেকে কিছুটা বেশি।

নোট:
১. লাস্ট রিসোর্টে একটা ফ্রি বুফে পাবেন ফ্রিতে কিন্তু পোখরাতে পাবেন না।
২. উভয় জায়গায় একটা টিশার্ট গিফট পাবেন।
৩.লাস্ট রিসোর্টে আপনার ওজন অনুযায়ী হাতের ব্যান্ডও পাবেন।
৪. ৪৫ কেজির কম এবং ১০৫ কেজির বেশি কেউ জাম্প দিতে পারবে না।
৫. যাদের প্রেশার, মেডিকেল হিস্ট্রি আছে তাদেরও জাম্প দেওয়া বারণ।

আমি দু জায়গাতেই গিয়েছি বাঞ্জি করার জন্য। যদি ভালোলাগা জানতে চান আমি বলবো লাস্ট রিসোর্টে গেলে সারাজীবন মনে থাকার মতো অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। সাহস সঞ্চয় করুন আর পরিকল্পনা করে ফেলুন আপনার বাঞ্জি জাম্পের।

লিখেছেনঃ পাভেল সিদ্দিকী, লেখাপড়া করেছেন চট্রগ্রামে। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত। ঘুরতে পছন্দ করেন সেই থেকেই পাহাড়ের প্রেমে পড়া। নিজের জন্য একটু সময় পেলেই ছুটে যান পাহাড়ে।

Follow us on

Subscribe and stay up to date.

BUY YOUR
HAMMOCK
NOW

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

জল-পাহাড়ের দিনরাত্রিজল-পাহাড়ের দিনরাত্রি - দ্বিতীয়াংশ
গ্রাম পাঠাগার আন্দোলনগ্রাম পাঠাগার আন্দোলন

About the Author: Living with Forest

Sharing does not make you less important!

জল-পাহাড়ের দিনরাত্রিজল-পাহাড়ের দিনরাত্রি - দ্বিতীয়াংশ
গ্রাম পাঠাগার আন্দোলনগ্রাম পাঠাগার আন্দোলন

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

জল-পাহাড়ের দিনরাত্রিজল-পাহাড়ের দিনরাত্রি - দ্বিতীয়াংশ
গ্রাম পাঠাগার আন্দোলনগ্রাম পাঠাগার আন্দোলন

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

|Discussion

2 Comments

  1. Tashrik June 3, 2018 at 3:29 pm - Reply

    I’m sorry.. Aita amak diye hobe na 😮😮

    • Aoezora Zinnia June 4, 2018 at 3:22 pm - Reply

      areeey byapar na… koyek second er mamla :P

Leave A Comment

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!

Related Posts and Articles

If you enjoyed reading this, then please explore our other post and articles below!