হুমকির মুখে কুয়াকাটার পর্যটনশিল্প । কুয়াকাটা সৈকত এখন ভাঙ্গনের শিকার। ভাঙ্গনে প্রতিদিন পরিবর্তিত হচ্ছে কুয়াকাটার মানচিত্র। কুয়াকাটা সৈকতে ভাঙ্গনে অনেক স্থাপনা ভেঙ্গে যাচ্ছে, সেই সাথে ভাংছে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নও। অনেকের অনেক স্বপ্ন, আশা-আকাঙ্খার ব্যবসা মিলিয়ে যাচ্ছে উদ্দাম সাগরের বুকে।
সূর্যোদয় আর সূর্যাস্ত উভয়ই দেখা যায় যেখান থেকে সেই অনন্য সৈকতের নাম কুয়াকাটা। বিগত বেশ কয়েক বছরে এখানে বেশ জমে উঠেছে পর্যটন শিল্প। এখানে আছে দারুণ সুন্দর কিছু বিচ, আছে লাল কাঁকড়ার চর, লেবুর চর বা গঙ্গামতির চর। এখান থেকে যাওয়া যায় টেংরাগিরি সংরক্ষিত বনে। এখানে আছে বৌদ্ধ মন্দির, আছে রাখাইন পল্লী। রাখাইন পল্লীতে রাখাইনদের জীবনযাত্রা দেখার পাশাপাশি আপনি কিনতে পারেন তাদের হাতে বোনা চাদর বা অন্যান্য কাপড়। কুয়াকাটায় সৈকতের আশেপাশের গ্রামগুলো দেখতেও ভালো লাগবে। গ্রামে শীতে ফোটে সূর্যমূখী। ক্ষেতজোড়া সূর্যমুখী মনটাই আনন্দে ভরে তোলে। এই সব জায়গায় ঘুরার জন্য মোটর বাইক সুবিধাজনক। আর তাই অনেক বেকার যুবকই এখন পর্যটকদের বাইকে করে কুয়াকাটা ঘুরানোর পেশা বেছে নিয়েছেন। বিচের ধারে ফটোগ্রাফারদেরও চলে জমজমাট ব্যবসা। এছাড়া বিচ চেয়ার ভাড়া দিয়ে, নানান রকম খাবার বা উপহারসামগ্রী বেঁচে উপার্জন করেন অনেকই।
কিন্তু কুয়াকাটায় পর্যটনশিল্প আজ হুমকির সম্মুখীন। ভাঙ্গনে সব চলে যাচ্ছে সাগর গর্ভে। হাজার হাজার তরুণ ব্যবসায়ীরা বেকার হয়ে পড়ছে। কুয়াকাটার সৈকত বাঁচলে, এর সাথে জড়িত সবার পেশা বাঁচবে, স্বপ্ন পূরণ হবে। এখনি ভাঙ্গন প্রতিরোধ না করতে পারলে মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না কুয়াকাটাকে।
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।