নীলচে সবুজ পাহাড় আর বাহারি রঙের মেঘে ঢেকে থাকা বান্দরবানের প্রতিটি বাঁকে বাঁকে চমকে দেয়া সব সুন্দরের ভীড়ে যে ব্যাপারটা আলাদা করে সবাইকে আরো টানে তা হলো, দারুণ সরলতায় নিমগ্ন থাকা পাহাড়ে বসবাসকারী মানুষগুলো। দিগন্ত ছোঁয়া স্বপ্নীল সব পাহাড়ের গায়ে গায়ে রকমারি যত স্বপ্নের জাল বুনতে থাকা এই আদি অকৃত্রিম মানুষগুলোর ঠিকানাটাও খুব সাধারণ।
পাহাড়ের ঢাল, পাদদেশ কিংবা চূড়ায় ছোট-ছোট সব ঘর দিয়ে রুপকথার গল্পের মত সাজানো গ্রামগুলো দৃষ্টিসীমার এতটাই কাছে যে, ঘটা করে খুঁজতে যাওয়ার প্রয়োজনও পড়বে না। রুপ মাধুর্যের অতিরিক্ততায় মেশানো ঠিক তেমনি এক গ্রামের নাম জাদিপাই। কেওক্রাডং থেকে জাদিপাই ঝর্ণায় যাওয়ার পথে সৌন্দর্যের আবেশে ঢলে পড়ে থাকা এই গ্রামটা প্রথম দেখাতেই যে কোন পথিকের হৃদয় তোলপাড় করে দেয়ার জন্য যথেষ্ট।
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।