যেদিকেই তাকাই বিশাল বিশাল সব পাহাড়ের দেয়াল আর ঘন সবুজ বনের মাঝে চুপটি করে বসে থাকা চেরাপুঞ্জি। যেখানে প্রতিটা বাঁক ঘুরতেই মাথার ভেতর বারবার ঘুরপাক খেতে থাকে “এ যে রূপকথারই দেশ, ফাগুন যেথায় হয়না কভু শেষ… ”
অবশ্য বসন্তের সুর মাথায় ঘুরলেও এখানে ফাগুনের চেয়ে বৃষ্টির আধিপত্যই অনেক বেশী আর তাই বৃষ্টির নামার সাথে সাথেই এই অবাক করা সুন্দর রূপকথার রাজ্যের সুবিশাল সবুজ পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা ঝর্ণাগুলো জলের নুপুর পায়ে, অবাধ্য কিশোরীর মত ছুটতে থাকে এ পাহাড় থেকে সে পাহাড়ে।
এখানে পথ চলার ক্লান্তিগুলো বারবার মাথা তুলে দাঁড়াতে গিয়েও আনন্দের স্রোতে হুমড়ি খেয়ে পড়তে বাধ্য হয়। এ যেন সত্যিকারের রূপকথারই দেশ যেখানে একটা বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠার আগেই নতুন বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় বারবার…।
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।