বই, খাতা পত্রে ভুলক্রমে কিংবা অন্য যে কোন কারণে তাজিন ডং ( Tajin Dong ) কে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার উপাধি দেয়া হলেও এটি মুলত বাংলাদেশের অষ্টাদশ সর্বোচ্চ চূড়া। সংখ্যা যাই হোক না কেন প্রাকৃতিক সৌন্দর্য্যের দিক থেকে বেশ আকর্ষণীয় তাজিন ডং বান্দরবান জেলার থানছিতে অবস্থিত। বেশ কটি পথ ধরে এ চূড়ায় যাওয়ার পথ মিললেও এখানে তাজিন ডং যাওয়ার সবচেয়ে সহজ রুটটার জিপিএস ট্রেইল দেয়া হল।
- Download: Tajin Dong GPS Trail
- Download from: Wikiloc.com
পুনশ্চ: ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। অপচনশীল যেকোন আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের।
Leave A Comment