সূর্যের যাচ্ছেতাই ক্যানভাস। সন্ধ্যা ছুঁই ছুঁই। বাড়ি ফেরার তাড়া সবারই। সূর্যেরও! কিন্তু সে তো দুষ্টু একটা বাচ্চা। সন্ধ্যা নামার আগে আগে হলেও নিজের ঝুলির যত-সমস্ত রং আকাশের গায়ে লেপ্টে দিয়ে তবেই না বাড়ি! সূর্যের যা ইচ্ছে তাই আঁকাআঁকিতে দারুণ রঙ্গীন এই ক্যানভাসটা দেখতে চাইলে সামনের বর্ষার শেষের দিকে যেকোন রোদ-বৃষ্টি দিনের বিকেল দেখে কেওক্রাডং চূড়া থেকে বগালেকের দিকে রওনা দিয়ে দিন। একটু ঢিমে তালে হাঁটা উচিত। বগালেক পৌঁছাতে রাত হয়ে যাক ক্ষতি নেই। আসল গন্তব্য তো সূর্যের যাচ্ছেতাই ক্যানভাস !!!
এমন সূর্যের যাচ্ছেতাই ক্যানভাস দেখে গেয়ে উঠি আপনমনে…
গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।।
হয়তো সে তুমি শোন নাই,
সহজে বিদায়. দিলে তাই. ——
আকাশ. মুখর ছিল যে তখন ঝরোঝরো বারিধারা ।।
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি ,
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে —–
জনমের মতো হায়. হয়ে গেল. হারা ।।
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।