অরুণ আলোয় অরুণিমা রিসোর্ট এন্ড গলফ ক্লাব
বাতাসে হেমন্তের ঘ্রাণ। বাস থেকে নেমে ভ্যানে করে যেতে যেতে চোখে পড়তে লাগল মাঠ জুড়ে সবুজ ধান গাছে সোনালী ফসলের দোলা, অস্তাচল অভিমুখে চলতে থাকা সূর্যটার রক্তিম আভায় আলোকিত চারদিক। আমাদের গন্তব্য নড়াইল জেলার সবুজ প্রকৃতির কোলে চুপচাপ শুয়ে থাকা অরুণিমা রিসোর্ট এন্ড গলফ ক্লাব। গাঁয়ের আঁকাবাঁকা পথ বেয়ে চলতে চলতে কখনো চোখে পড়ল ধূসর কাশ বনের সারি, কখনো দেখলাম কাঁচা পাট থেকে সোনালী আঁশ বের করে শুকোতে দেওয়া হয়েছে আর [...]
Get Social