আন্দামান সাগরের বুকে চুপচাপ দাঁড়িয়ে থাকা ল্যাংকাউয়ি দ্বীপ। আর এই দ্বীপের উঁচু উঁচু পর্বতের সারিতে সগর্বে মাথা উঁচু করে রাখা গুনুং মাচিং ছাং কিংবা মাচিং ছাং পর্বতের পায়ের কাছে চঞ্চল পায়ে ছুটোছুটি করতে থাকা দারুণ সুন্দর সাত কুয়োর ঝর্ণা বা সেভেন ওয়েলস ওয়াটারফল আপনার মন ছুঁয়ে যাবে নিশ্চিত।
মালয়েশিয়া ভ্রমণে আপনার পছন্দের গন্তব্যগুলোর তালিকায় ল্যাংকাউয়ি দ্বীপ আর সাত কুয়োর ঝর্ণা বা সেভেন ওয়েলস ওয়াটারফল না থাকা মানেই আপনার ভ্রমণের আনন্দটাই মাটি। ভিডিওটা দেখতে দেখতেই পরিকল্পনার ছকটা তৈরি করে ফেলুন!!
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।