রুমা বাজারের সাথে যাদের সম্পর্কটা অনেক সাবলীল তাদের অনেকেই মং-প্রু পাড়া নামের ছোট্ট পাহাড়ি গ্রামটার সাথেও হয়ত পরিচিত। নাগ পাহাড় কিংবা বড় থলি পাড়া হয়ে বিভিন্ন রুটে যাওয়া আসা মানুষগুলোর কথা না হয় বাদ-ই দিলাম। যাইহোক মংপ্রু পাড়ার রাস্তায় মেসা প্রু দিদি-র দোকান থেকে চা-টা খেয়ে, মং-প্রু পাড়া থেকে বামদিকের পাহাড়ি পথ ধরে নেমে গেলে মাত্র ত্রিশ মিনিটেই পৌছে যাবেন ছবির মত সুন্দর গ্রাম সানাক্রো। রাতটা সানাক্রোতে কাটিয়ে পরদিন পলি-খিয়াং-এর খোঁজ পাওয়ার নেশা চোখে নিয়ে, ভোর ভোর নেমে পড়ুন বেলডেন ঝিরিতে।
পথ খুব বেশী নয়..!! শ্রেফ ঝিরিটা ধরেই এগিয়ে যান যতক্ষন না এই পথটা একটা ওয়াই (Y)-তে এসে শেষ হবে। বেলডেন ঝিরিটা এখানেই শেষ। আরেকটু যদি ভাল করে বলি তাহলে বলতে হয় এটা পলি-খিয়াং আর দেব্রো-খিয়াং এর সঙ্গমস্থল। যেখান থেকে বেলডেন-এর জন্ম। ডানপাশের পলি-খিয়াং ধরে কিছুদুর এগোলেই আপনাদের ঝর্ণা আর বামের দেব্রো-খিয়াং-টা না হয় গিয়েই দেখুন কেমন লাগে…!!
যাওয়ার পথটা তো বলে দিলাম। এবার আসি কখন যাওয়া যায় সেই কথায়..।বান্দরবান যাওয়ার সবচেয়ে সেরা সময় হিসেবে মাথার উপর কালো মেঘের ছাদ, ঝুম বৃষ্টি, চোখ জুড়ানো সবুজে ছেয়ে যাওয়া বর্ষার সময়টাকে ধরলেও, তুমুল বৃষ্টির দিনে পাহাড় ধস, জোঁকের অত্যাচার, ম্যালেরিয়ার প্রকোপ ইত্যাদি সহ সব মিলিয়ে বিরম্বনার কমতি-ও নেহায়েৎ কম নয়। সবকিছুর কথা বাদ দিলেও আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড যে কতটা ভয়ংকর হতে পারে তা শুধু বাস্তব অভিজ্ঞতা আছে এমন মানুষ ছাড়া আর কারো পক্ষে অনুমান করাও অসম্ভব। আর যদি আপনার গন্তব্য-টা হয় খুবই সংকীর্ন কোন ঝিরি কিংবা ঝর্ণা তাহলে তো কথাই নেই। এই ঝর্ণায় যাওয়ার পথ-টাও ঠিক তেমনি। আর তাই এক্ষুনি ব্যাকপ্যাক না গুছিয়ে বৃষ্টির তান্ডবটা কমে যাওয়ার অপেক্ষা করুন আর তারপরই হাতে শ্রেফ তিনদিনের সময় নিয়ে বেড়িয়ে পড়ুন পলি-খিয়াং-এর খোঁজে।
Follow us on
Subscribe and stay up to date.

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
