হারিয়ে যাচ্ছে বালি!
হারিয়ে যাচ্ছে বালি ! না, ইন্দোনেশিয়ার সাজানো গোছানো বালির সমুদ্রতটের কথা বলছি না। পৃথিবীব্যাপি ছড়িয়ে থাকা সহস্র সমুদ্র তট, মরুভুমি, নদী, সমুদ্রগর্ভে ছড়িয়ে থাকা বালির এই বিরাট বিপুল ভান্ডারের কথা বলছি। দিগন্ত ছুঁয়ে যাওয়া সমুদ্র সৈকত, অবারিত মরুভূমি, নদীর বুকে জেগে থাকা চর দেখলে আমাদের এমন ভাবনা হতেই পারে যে, এই বালিরাশির কোন শেষ নেই। এ বুঝি অনন্ত, অফুরন্ত কোন স্রোতে ভেসে আসা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এই [...]
Get Social