ব্ল্যাক প্যান্থার এতই রহস্যময় ও জনপ্রিয় যে একে নিয়ে কত কত কমিকস, সিনেমা, গল্প তৈরি হয়েছে তার কোন শেষ নেই। অতীতে জাপানের কালো পোষাক পরিহিত সামুরাই যোদ্ধাদের ব্ল্যাক প্যান্থার ডাকা হত। এখনো অনেক দেশের গোপন কমান্ডো বাহিনীর নামের ক্ষেত্রে ‘ব্ল্যাক প্যান্থার’ নামটি ব্যবহার করা হয়। আসুন জেনে নেই এই ব্ল্যাক প্যান্থার আসলে কি?

ভয়ানক কালো রঙয়ের এই বিরাট বিড়াল (Large cat) জাতীয় প্রাণীদের করেছে অনেক বেশী ভয়ংকর রুপে উপস্থাপন করলেও এই ব্ল্যাক প্যান্থার কিন্তু আসলে কোন ভিন্ন প্রজাতির চিতা বা এমন কিছু নয়। এটি কেবল অন্যান্য বাঘ, চিতা, জাগুয়ারের একটি জিনগত কালো রুপ মাত্র। একই চিতা বা জাগুয়ার মায়ের একটি সন্তান কালো ও আরেকটি স্বাভাবিক হতে পারে। এই ঘটনাকে মেলানিজম (Melanism) বলে। এটা ডিএনএ (DNA) এর মধ্যে অবস্থিত প্রকট ও প্রচ্ছন্ন উভয় জিনের কারণেই হয়ে থাকে।

ব্ল্যাক প্যান্থার শব্দটি এসেছে কালো রঙের প্যান্থার (Panther). প্যান্থার শব্দটি এসেছে জেনাস নাম প্যান্থেরা (Panthera) থেকে। প্যান্থেরা (Panthera) হল ফেলিডি পরিবার (Family: Felidae) এর অন্তর্গত একটি গন বা জেনাস (Genus) । এই জেনাসের অধীনে বাঘ, সিংহ, লেপার্ড, জাগুয়ার, স্নো লেপার্ড এরা সবাই রয়েছে। সেই অনুসারে কালো রঙের যেকোন বাঘ, সিংহ, লেপার্ড, জাগুয়ার হল ব্ল্যাক প্যান্থার। তবে প্রকৃতিতে লেপার্ড ও জাগুয়ারের মধ্যে এই কালো রঙের সদস্য বেশী দেখা যায়।

এশিয়ায় ও আফ্রিকায় ব্ল্যাক প্যান্থার হল লেপার্ড, leopards (Panthera pardus) এর কালো মেলানিন। দক্ষিণ আমেরিকার ব্ল্যাক প্যান্থার হল জাগুয়ারের Jaguars (Panthera onca) এর কালো মেলানিন। এছাড়াও চিড়িয়াখানা ও অন্যান্য আবদ্ধ জায়গায় মানুষ বিভিন্ন পদ্ধতিতে পছন্দ অনুযায়ী জিনের মিলন ঘটিয়ে কালোরঙের প্যান্থার সৃষ্টি করে থাকে।

লেখাঃ মাইন রানা
ছবিঃ ইন্টারনেট

Follow us on

Subscribe and stay up to date.

BUY YOUR
HAMMOCK
NOW

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বাংলাদেশের ডলফিনবাংলাদেশের ডলফিন
ভয়ংকর কমোডো ড্রাগনভয়ংকর কমোডো ড্রাগন

About the Author: Living with Forest

Sharing does not make you less important!

বাংলাদেশের ডলফিনবাংলাদেশের ডলফিন
ভয়ংকর কমোডো ড্রাগনভয়ংকর কমোডো ড্রাগন

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বাংলাদেশের ডলফিনবাংলাদেশের ডলফিন
ভয়ংকর কমোডো ড্রাগনভয়ংকর কমোডো ড্রাগন

Sharing does not make you less important!

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

|Discussion

Leave A Comment