বান্দরবান-থানছি রুটের বাসের সময়সূচী। পাহাড়ি কন্যা বান্দরবান এক অনন্য সৌন্দর্যের আধার। এর বাঁকে বাঁকে রয়েছে মন ভালো করা প্রাকৃতিক সৌন্দর্য। তাই বর্তমান সময়ে বাংলাদেশে পর্যটনের জন্য একটি অন্যতম রুট বান্দরবান থেকে থানছি। জনপ্রিয় আমিয়াখুম, নাফাখুমসহ বেশ কিছু অসাধারণ জায়গায় যাওয়ার জন্য এই রাস্তাটি একমাত্র রাস্তা হওয়ায় এর মধ্যে চলাচলকারী বাসের সময়সূচী জানা না থাকলে আপনার ভ্রমণের পুরো পরিকল্পনা নষ্ট হতে পারে। আর এই ঝামেলা এড়াতে বান্দরবান থেকে থানছি ও থানছি থেকে বান্দরবান যাওয়ার জন্য নির্ধারিত বাসের সময়সূচী জানা থাকা দরকার। গত ২০ ডিসেম্বর, ২০১৭ থেকে শুরু হয়েছে এই নতুন সময়সূচী। নতুন সময়সূচী অনুসারে উভয় রুটে ৬ টি নির্দিষ্ট সময়ে বাস চলাচল করবে। ২০ ডিসেম্বর ২০১৭ এই আদেশ জারি করেন মোঃ নুরুল আলম (সাধারণ সম্পাদক, বান্দরবান-রুমা- থানছি-রোয়াংছড়ি-চন্দ্রঘোনা-বাঘমারা মোটর মালিক সমিতি)।
উক্ত আদেশ অনুসারে বান্দরবান থেকে থানছি এবং থানছি থেকে বান্দরবানের উদ্দেশে যে ৬ টি সময়ে বাস ছেড়ে যাবে তা হলো:
বান্দরবান থেকে থানছি: | থানছি থেকে বান্দরবান: |
|
|
গুগল ম্যপে বান্দরবান
আপনার ভ্রমণ পরিকল্পনা সঠিকভাবে করতে ও ভোগান্তি এড়াতে বাসের সময়সূচী দেখে যাত্রা নির্দিষ্ট করুন। যাবার আগে খোঁজ নিন বাস স্থগিত হলো কিনা। যানজট, রাস্তা মেরামতসহ নানা কারণে বাস চলাচলের সময় নিয়ন্ত্রণ করে কর্তৃপক্ষ। তাই সবসময় সর্বশেষ খবরটি জেনে নিয়ে রওনা হন।
Follow us on
Subscribe and stay up to date.

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।

বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
