বন ও প্রকৃতির মাঝে কাটানো সময়গুলো কতটা আনন্দের আর কতটুকু উপভোগ্য তা শুধু প্রকৃতির স্রোতে নিজেকে একবার ভাসিয়ে না দেয়ার আগে পর্যন্ত বোঝা যায়না। আর তাই জীবনের যতটুকু সময় অফুরন্ত অবসরের কপাটে বন্দি তার প্রায় সবটুকুই প্রকৃতির মাঝে বিলিয়ে দেয়ার চেষ্টায় থেকেছি সবসময়। সেই অফুরন্ত অবসরের কিছুটা সময় এই ছোট্ট ভিডিও বনে-বাদারের ২০টা মূল্যবান সেকেন্ড..!!
আশা করছি সবার ভালো লাগবে।
The sign so obviously clear,
I’m afraid the darkness is near,
I must say goodbye before death,
In, Out…,
I enjoy my last breath…!!!!
Follow us on
Subscribe and stay up to date.
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
বন, প্রকৃতির এবং পরিবেশের স্বার্থে বেড়াতে গিয়ে অহেতুক চিৎকার চেঁচামেচি এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। অপচনশীল যেকোন ধরনের আবর্জনা যেমন পলিব্যাগ, বিভিন্ন রকম প্লাস্টিক প্যাকেট, যে কোন প্লাস্টিক এবং ধাতব দ্রব্য ইত্যাদি নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করুন। এই পৃথিবীটা আমাদের অতএব, এ পৃথিবীটা সুস্থ রাখার দায়িত্বও আমাদের।
শুধুই কি ২০ সেকেন্ড ছিল!!! :-) আরো ২০ সেকেন্ড দেখতে চাই দাদা
আরো কিছু মুহুর্ত এই ইউটিউব লিংকে আছে… :) হয়ত ভালো লাগতে পারে…
https://www.youtube.com/kaalpurushapu?sub_confirmation=1